মেহেরপুরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার
মেহেরপুরে বিভিন্ন মামলায় তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৬ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মেহেরপুর পৌর এলাকার দ্রুত বিচার আইনে সাজাপ্রাপ্ত ঘোষপাড়ার মৃত আবু বক্কর এর ছেলে মিঠুন (৩৫), মাদক মামলায় সাজাপ্রাপ্ত রায়পুর খন্দকার পাড়ার বাবুল হোসেনের ছেলে মুন্না হোসেন (২৫) ও মাদক মামলায় আমদহ পূর্বপাড়ার শরিফ উদ্দিনের ছেলে রিজু আহমেদ (৩৫)
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (০৬ নভেম্বর) পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে সদর থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।