মেহেরপুরে সাংবাদিক ফজলুল হক মন্টুর মায়ের ইন্তেকাল
মেহেরপুর প্রেস ক্লাবের সদ্য বিদায় সভাপতি ও এসএটিভির মেহেরপুর প্রতিনিধি ফজলুল হক মন্টুর মা শাহার বানু (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল শুক্রবার(৫আগস্ট) রাত পোনে ১০ টার দিকে মেহেরপুর শহরের চক্রপাড়ায় ছেলের বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি রাত পৌনে ১০টার দিকে বাথরুম থেকে বাহির হওয়ার সময় হার্ট এট্যাক করে মেঝেতে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গাংনীর চোখ পরিবার শোকাহত।