মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়
মেহেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবাগত ডিসি সিফাত মেহনাজ।
আজ বুধবার বিকালে ডিসির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিসি সিফাত মেহনাজের সভাপতিত্বে সাংবাদিকদেও মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার তুহিন আরন্য, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, বাংলা নিউজ ২৪ জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, বিজয় টিভি প্রতিনিধ তোহিদ উদ দৌলা রেজা, ঢাকা পোস্ট প্রতিনিধি আক্তারুজ্জমান, নাগরিক টিভি প্রতিনিধি রাব্বি আহমেদ, এখন টিভি প্রতিনিধি মুজাহিদ আল মুন্না, সাংবাদিক সাদ আহমেদ, আক্তার হোসেন প্রমুখ।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, তথ্য প্রবাহের এই যুগে নতুন ডিসির কাছে আহবান থাকবে তথ্যের প্রবাহ নিশ্চিত করে জেলার উন্নয়নে সাংবাদিকদের সাথে রাখা। মেহেরপুরের বর্তমান প্রেক্ষাপটে অনলাইন জুয়া, মাদক, আইন-শৃঙ্খলা, কৃষি, বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনকে কাজের বিষয়ে অগ্রাধিকারের আহবান জানান।
নবাগত ডিসি সিফাত মেহনাজ তার বক্তব্যে বলেন, আমি সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে পৃথক ভাবে মতবিনিময় করেছি। আমি সাংবাদিকদের কাছে থেকে সবথেকে বেশি তথ্য পেয়েছি। সরকার আমার উপর আস্থা রেখে মেহেরপুরের ডিসি হিসেবে পদায়ন দিয়েছে। আমি মেহেরপুরকে নিজের জেলা মনে করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে আপনাদের সহযোগীতা চাই।