মেহেরপুরে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার হিজুলি সড়কের দু’পাশে বেশকিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
“খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন”এই শ্লোগানকে সামনে রেখে সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা বলেন আমরা মূলত পরিবেশের উপরে কাজ করছি, এরই মাঝে বিভিন্ন এলাকায় লক্ষাধিক গাছের চারা রোপণ করেছি।তিনি বলেন বাড়ির আঙ্গিনায় যেকোনো খালি জায়গা অন্তত একটি করে গাছের চারা লাগান পরিবেশ বাঁচান।