মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়াপুর গ্রামে অটোভ্যানের ধাক্কায় রজনী খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রজনী বলিয়ারপুর গ্রামের সুজন আলীর মেয়ে। (২৩ ডিসেম্বর) বুধবার দুপুরে বলিয়াপুর গ্রামের প্রধান সড়কে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু রজনী বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল। এসময় সোনাপুর গ্রামের দিক থেকে যাত্রী নিয়ে একটি দ্রুতগামি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কায় দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে ঘাতক অটোভ্যানের চালককে স্থানীয়রা ধরে পুলিশকে দিয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে।