মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু(ভিডিওসহ)
মেহেরপুরের ডাব বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল খায়ের কোম্পানির সিকিউরিটি গার্ড শরিফুল ইসলাম(৫০) নামের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় তার ডিউটি শেষ করে বাই-সাইকেল যোগে বাসায় ফেরার পথে মেহেরপুর নতুন বাস স্ট্যান্ড এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একটি ডাব বোঝাই পিকআপ ভ্যান পেছন দিক থেকে শরিফুল ইসলামকে ধাক্কা দেয়। লাইসেন্স নং-ঢাকা মেট্রো- ন –১৮-০২৮৩। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ-দারা-খান জানান, সড়ক দুর্ঘটনায় একজন সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।