মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত তাওহিদুল আমিন শশীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত হওযার ৪ দিন পর তাওহিদুল আমিন শশী (২৫) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শশীর মৃত্যু হয়। শশী মেহেরপুর শহরের ঘোষপাড়ার মোঃ সেলিমের ছেলে।
জানা গেছে গত ১৮ আগস্ট রাতে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় শশী মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ওই সময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।