মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মেহেরপুরের দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন(৫৫) নামের একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলমারি গ্রামের মৃত চাদু চেয়ারম্যানের ছেলে।
স্থানীয়রা জানান, শোলমারী থেকে ফতেপুর যাওয়ার পথে ইটভাটার কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয় রুহুল আমিন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।