মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র মারাত্মক আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 21 October 2022

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে সাব্বির হোসেন(১৪)নামের এক স্কুল ছাত্র মারাত্মক আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সাব্বির গাংনী উপজেলা রুইকান্দি গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, সাব্বির দ্রুত গতিতে মেহেরপুর থেকে গাংনী যাবার পথে পুরাতন মদনাডাঙ্গা গ্রামে রাস্তা পারাপারের সময় মজিদ উদ্দিনের ছেলে নুরুল হোসেন(৫০)কে ধাক্কা দিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক মোকলেচুর রহমান জানান, বুকে ও মাথায় মারাত্মকভাবে আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :