মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা নিহত,ছেলে আহত
মেহেরপুরের মুজিবনগরে অবৈধ ইঞ্জিনচালিত করিমন উল্টে নিলুফা ইয়াসমিন(৪০) নামের এক নারী নিহত ও তার ছেলে হাসান আলি(২২) মারাত্মক আহত হয়েছে। আজ শুক্রবার(১৩মে) সকালে উপজেলার গৌরীনগর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন উপজেলার নাজিরাকোনা গ্রামের উসমান আলী স্ত্রী।
আহত হাসান আলী জানান, শ্যালো ইঞ্জিন চালিত করিমনে তার মাকে নিয়ে মেহেরপুরে যাচ্ছিল। গৌরীনগর যাত্রীছাউনির এলাকায় পৌঁছালে করি মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। মারাত্মক আহত অবস্থায় আমাকে ও মাকে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, মুজিবনগরের অদূরে গৌরীনগর যাত্রীছাউনির এলাকায় করিমন উল্টিয়ে ছেলে ও মা মারাত্মক আহত হয় পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে নিলুফা ইয়াসমিন নামের ওই নারীর মৃত্যু হয়।