মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত


রাব্বি আহমেদঃকুষ্টিয়ার মিরপুরে ইঞ্জিনচালিত আলগামন উল্টে মেহেরপুরের কাপড় ব্যবসায়ী মনা(২২) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনা মেহেরপুর শহরের চক্র পাড়ার আবুল হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে কুষ্টিয়ার পোড়াদহ থেকে কাপড় কিনে মেহেরপুরে ফেরার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাবিরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের ঘর থেকে পড়ে মারাত্মক আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের ইবনে রাকিব তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।