মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফেরত নিহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:25 PM, 03 October 2021

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম(৩০) নামে এক মালোশিয়া ফেরত প্রবাসী। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর নুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আশরাফপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম মেহেরপুরের পিরোজপুর থেকে আসার পথে নুরপুর এলাকায় বাইসাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে  শফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকে সজোরে ধাক্কা দিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ্-দারা-খান পিপিএম জানন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :