মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ৭

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:27 PM, 26 September 2021

মেহেরপুর মহাজনপুর সড়কে কোমরপুর এর কাছে এক সড়ক দুর্ঘটনায় হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মন্টু, হামিদুল ইসলাম, ঝুমুর, শহীদুল ইসলাম, পলাশ, মিনারুল ইসলাম এবং আবু বক্কর নামের ৭ ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মেহেরপুর শহরের মল্লিকপাড়া সানোয়ার হোসেনের ছেলে। আহত মন্টু মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের ফকির আলীর ছেলে,হামিদুল ইসলাম একই গ্রামের টেনু মিয়ার ছেলে, ঝুমুর ফকির মোহাম্মদ এর ছেলে, শহীদুল ইসলাম তারা চাঁদের ছেলে , পলাশ বজলুর রহমানের ছেলে, মিনারুল ইসলাম জালাল উদ্দিনের ছেলে এবং আবু বক্কর আইনুদ্দিনের ছেলে।

জানা গেছে নিহত ও আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সদরঘাট হাটে গরু বিক্রি করে একটি আলগামন যোগে বাড়ি ফিরছিল। একই সময়ে কাপড় বোঝায় অপর একটি আলগামন কোমরপুর গ্রামের কাছে মানুষ বোঝায় আলগামনকে ওভারটেক করতে গেলে আলগামনটি উল্টে যায়। ঘটনাস্থলেই হাসান মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

মেহেরপুর থানার ওসি শাহ-দারা-খান পিপিএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৭

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে আলগামন (শ্যালো ইঞ্জিন চালিত) ও নছিমনের (শ্যালো ইঞ্জিন চালিত) সংঘর্ষে নছিমন চালক হাসান নিহত ও ৭ জন আহত হয়েছে। আজ রবিবার রাত ৮ টার দিকে মেহেরপুর আটকবর সড়কের কোমরপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত হাসান (২৮) মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত পাগলার ছেলে। আহতরা হচ্ছেন মেহেরপুর দিঘীরপাড়া গ্রামের কুমু শেখের ছেলে হামিদুল (৪২), ফকির মোহাম্মদের ছেলে ঝুমুর (৩৬),খবীর আলীর ছেলে মন্টু (৪৫),বজলুর রহমানের ছেলে পলাশ(৩২),তারাচাঁদের ছেলে শহিদুল ইসলাম(৫০),মিয়ারুলে ছেলে আবু বক্কর(৩০) ও আইনুদ্দীনের ছেলে আবু বক্কর(৪৫)।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২শ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নছিমনে থাকা যাত্রী গরু ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার নাটুদাহ সদরঘাট হাট থেকে ৮/৯ জন গরু ব্যবসায়ী হাট শেষে নসিমন করে মেহেরপুরে ফিরছিলাম। কোমরপুর পেট্রোল পাম্প থেকে আমরা তেল নিয়ে বের হবার সময় মেহেরপুর থেকে আসা একটি আলগামন আমাদের নছিমনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় আমাদের নছিমন উল্টে যায়। নছিমনের চালক হাসান নছিমনের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হন। এসময় ৭ গরু ব্যবসায়ী মারাত্মক আহত হয়। আহতদের আমরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

মুজিবনগর থানার ওসি হাসেম আলি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ও ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মুজিবনগর থানাতে এনেছে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ মুজিবনগর থানা হেফাজতে রয়েছে।

 

 

আপনার মতামত লিখুন :