মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রাব্বিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:02 PM, 25 September 2021

মেহপরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত রাব্বির মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজশাহী যাওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। রাব্বি মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।শনিবার সকাল ৯টার দিকে পুরোন্দপুর গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মেহপরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে ঘটনাস্থলে ইয়াহিয় (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় আহত হয় রাব্বি, ইমরান ও সাগর নামের আরও তিন ব্যক্তি। রাব্বিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে রাব্বিকে রাজশাহী রেফার্ড করা হয়।রাজশাহী নেবার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :