মেহেরপুরে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:31 PM, 12 February 2024

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী নামের একজন নিহতের ঘটনায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহির স্টাফ রিপোর্টার সিরাজউদ্দৌলা পাভেলের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মানব উন্নয়ন কেন্দ্র (মওক) এর সামনে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়।নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।

জানা গেছে, আমঝুপি বাজারে অবস্থিত মানব উন্নয়ন কেন্দ্র (মওক) কর্মকর্তা ওয়ালিউল আজিম মোটরসাইকেলের ইন্ডিকেটর না দিয়ে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে দ্রুতগামী মোটরসাইকেলটি হুরমত আলীকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় উৎসক জনতা মানব উন্নয়ন কেন্দ্র (মওক) অফিস ভাঙচুর করতে গেলে সেই ভিডিও ধারণ করতে চাই চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান। এ সময় কিছু দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়।

স্টাফ রিপোর্টার চ্যানেল24 রাশেদুজ্জামান জানান, যে মোটরসাইকেলটির সাথে সড়ক দুর্ঘটনা হয়ে একজন নিহত হয়েছে, সেই মোটরসাইকেল চালককে মানব উন্নয়ন কেন্দ্র (মওক) আটকা রাখা হয়েছিল, এমন সংবাদ প্রশাসনের সহযোগিতার নিয়ে ভিডিও সংগ্রহ করার সময় সন্ত্রাসীরা হামলা চালায় ।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক মন্টু জানান, সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনার যে অপকর্মগুলো আছে সেগুলো ঢাকতেই আজ সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানান।

মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক জানান, সাংবাদিকরা সাধারণ মানুষের জন্য বস্তু নিষ্ঠুর সংবাদ তুলে ধরে। আজকে মানুষরূপী কিছু মানুষ সাংবাদিকদের উপর বর্বরতা হামলা চালিয়েছে,আজকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অনুরোধ করেছি সিসিটিভির ফুটেজ দেখে এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য।তিনি আরো বলেন, মানুষরুপি সন্ত্রাসীদের হামলার হাত থেকে বাঁচতে তারা ৩ বার দড়িয়ে পালানোর চেষ্টা করেছেন। রাশেদুজ্জামান ছিল এলাকার পূর্ব পরিচিত সাংবাদিক। তাদের উপর উদ্দেশ্য প্রণোদিত হামলা হয়েছে বলে আমি মনে করি।

মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের ব্যবস্থা নেওয়ার হবে।

আপনার মতামত লিখুন :