মেহেরপুরে শেখ রাসেলের জন্ম দিবস পালিত
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের আয়োজনে একটি র্যালী জেলা শিল্পকলা থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সভা রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর আব্দুল মালেকসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।