মেহেরপুরে শীতার্তদের মাঝে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

মেহেরপুরে শীতার্তদের মাঝে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

শেয়ার করুন

মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৫ টার সময় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউল বশিরা পলির সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শিলা।
এসময় অন্যদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মন্ডল, পৌর সভাপতি রোকসানা কামাল রুনুসহ জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১ হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা