মেহেরপুরে শারীরিক প্রতিবন্ধীর মুদি দোকানে অগ্নিকাণ্ড

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:15 PM, 17 June 2021

মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে জিয়ারুল ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধীর মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুদি দোকানদার জিয়ারুলের আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্থ জিয়ারুল উজুলপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বুুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ জিয়ারুল ইসলাম জানান বুধবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে পড়ি।

রাত ১টার দিকে আমার মুদি দোকানে আগুন জ্বলছে বলে প্রতিবেশীরা জানায়। গিয়ে দেখি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার সাথে কারোর কোন শক্রতাও ছিলোনা। এর আগেও কয়েকবার দোকানে চুুরিও হয়েছিল। কিন্তু কেন যে এমন করছে তা বুঝতে পারছিনা।

আপনার মতামত লিখুন :