মেহেরপুরে শাকের ডাটায় অটােভ্যান পিচ্ছিলে দুর্ঘটনা ; নারীসহ আহত-৫
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সড়কের উপর ফেলে রাখা লাল শাকের ডাটায় অটােভ্যান পিচ্ছিলে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫জন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন-সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাবলু হােসেনের ছেলে অটােভ্যান চালক আবেদীন আলী (২৬),ঝাঝা গ্রামের শরিফুল ইসলামের ছেলে খালিদ হাসান (১২),ইছাখালী গ্রামের জাব্বারুল ইসলামের স্ত্রী নারগিছ খাতুন (২৫),একই গ্রামের রুস্তম আলীর স্ত্রী লিলুফার ইয়াসমিন (২৬) ও আজিজুল হকের ছেলে জহির উদ্দীন (৪৫)।
আজ শনিবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,অটােভ্যান চালক আবেদীন যাত্রী নিয়ে ইছাখালী থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। হরিরামপুরের সড়কের উপরে শুকাতে দেয়া লাল শাকের ডাটা অটােভ্যানের চাকার নিচে ঠেকলে,ভ্যান পিচ্ছিলে উল্টে যায়। এসময় চালকসহ ৫জন মারাত্বক ভাবে আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।