মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় শহরের কোর্ট চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড.মনসুর আলম খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম সহ অন্যান্যরা। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণ্ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মসজিদ,মন্দির ও গির্জায় প্রার্থনা আয়োজন রয়েছে।