মেহেরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্প মাল্য অর্পন করা হয়েছে।আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়।
প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি পুষ্প মাল্য অর্পন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ জেলা প্রশাসক ড মুনসুর আলম খান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, পৌরসভার ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগন, জেলা ও উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তারবৃন্দরা । পরে সেখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।