মেহেরপুরে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মেহেরপুরে হাজী গোলাম কাওছার গ্লোরিয়াস প্রি- ক্যাডেট একাডেমীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে গ্লোরিয়াস প্রি- ক্যাডেট এ কাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা সাংস্কৃতি অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে একাডেমীর অধ্যক্ষ লুৎফোন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েসনের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেপুর কিন্ডারগার্টেন এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান। অনুষ্ঠানে ২০১৯,২০ ও ২১ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েসনের বৃপ্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।