মেহেরপুরে শতাধিক লোকগানের শিল্পিদের মিলন মেলা
মেহেরপুরে রাতভোর বাংলার ঐতিহ্যবাহি লোকগান নিয়ে শতাধিক শিল্পিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুর বন্দরের ভৈরব নদের পাড়ে আরণি থিয়েটারের উদ্যোগে লোকগানের শিল্পি ও বাদ্যযন্ত্রীদের এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আতিক স্বপনের ব্যবস্থাপনায় জেলার প্রত্যন্ত অঞ্চলের লোকগানের শতাধিক শিল্পি তাদের গান পরিবেশন করে।
অনুষ্ঠানে এম সাইদুর, সামারুল ইসলাম, তৌহিদ সরকার, আমানুল্লাহ, আব্দুল্লাহ, অশরাফ মোল্লা, সামাদ ঢুলি, মালেক সাধু, গোলাম ফকির, মাহাবুল, লাল্টু, সানজিদা, সন্তোশ কর্মকার, দেলোয়ার, পাপিয়া , সোবহান, নাজেরা সহ মেহেরপুরের শতাধিক শিল্পী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে অতিথি ডা. সজিবুল হক সজিব বলেন, বাংলার লোক সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আর এ জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এ ধরণের অনুষ্ঠান যেমন আমাদের লোক সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে তেমনি বর্তমান প্রজন্মকে আমাদের দেশীয় ইতিহাস ঐতিহ্যের দিকে টানবে।