করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৬ষ্ট দিনে মেহেরপুর সদর উপজেলা পরিষদের গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জনসচেতনতা মূলক প্রচারণার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন, ১৪ দিনের লকডাউন চলাকালে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচা তরিতরকারি সহ মুদিখানার দোকান খোলা রাখা যাবে । তিনি আরো বলেন, এই কঠোর লকডাউন চলাকালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেলে খাবার বিক্রি করা যাবে, তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবেনা। অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com