মেহেরপুরে লকডাউন কার্যকর করতে কঠোর ভূমিকায় প্রশাসন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:31 PM, 24 June 2021

মেহেরপুরে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। সরকারী ঘোষণা মোতাবেক ওষুধ, খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয়সহ নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।

লকডাউন কার্যকর করতে মাঠে মেহেরপুর প্রশাসনের  তদারকি ভূমিকা ছিল চোখে পরার মত। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে সদর থানা পুলিশের সহযোগিতায় মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে মাস্ক বিহীন চলাচলকারীদের সতর্ক করে দেয়া হয়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে অপর একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান।

আপনার মতামত লিখুন :