মেহেরপুরে লকডাউনের দ্বিতীয় দিনে সেনাবাহিনী অভিযান
মহামারি করোনা পরিস্থিতি কঠিন হওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুর শহরে জনসচেতনতা মূলক অভিযান চালিয়েছেন।
লকডাউন কার্যকর করতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বড়বাজার পর্যন্ত সচেতনতামূলক অভিযান চালায় সেনাবাহিনী।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি নাহিয়ান ইমতিয়াজের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য এবং মেহেরপুর সদর থানা পুলিশের সদস্যরা জনসচেতনতা মূলক অভিযানে অংশগ্রহণ করেন। এসময় বিনা কারণে রাস্তায় চলাচল কারী অনেক পথচারীকে সতর্ক করে দেয়া হয়।