মেহেরপুরে যুবককে কুপিয়ে জখম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় রতন নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। আহত রতন মেহেরপুর মল্লিকপাড়ার মো: শফির ছেলে। আজ রবিবার শেষ বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রতনকে উদ্ধার করে মেহেরপুর ২শ ৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত রতনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত রতনেরে পিতা জানান আলিফ, আশিক. দুলাল ও বায়জিদ বিকালের দিকে রতনকে বাড়িথেকে ডেকে স্টেডিয়াম মাঠে নিয়ে যায়। তারপর তারা স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারিতে নিয়ে যেয়ে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রতনের অবস্থা আসংকাজনক। হৃৎপিন্ডে আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।