মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
ঐতিহাসিক সাত মাস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি প্রতিকৃতিতে প্রশ্নমালা অর্পণ করা হয়।
প্রথমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুষ্প মাল অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে মেয়র মাহফুজুর রহমান রিটন পুষ্পমালা অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেকেই পুষ্পমাল্য অর্পণ করেছেন।