মেহেরপুরে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে আহত বাদশা‘র মৃত্যু
মেহেরপুর কোর্ট রোড সড়কে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে আহত বাদশা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ মৃত্যু হয়। বাদশা মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের দুলাল আহমেদের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর কোর্ট রোড সড়কে সড়ক দুর্ঘটনায় বাদশা, মুজিবনগর কমপ্লেক্সের সৌদি খেজুর বাগান প্রকল্পের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ ফারুকীসহ আরো একজন আহত হয়েছিল। বাদশা কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়।