মেহেরপুরে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত-৩

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:01 PM, 26 September 2022

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনীর গ্রামের কলনিপাড়ায় এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলের তৌহিদুল ইসলাম, জানজারের ছেলে আশকারুল হক, কালীগাংনী গ্রামের মন্টুর ছেলে হৃদয়।
স্থানীয়রা জানান, তৌহিদুল ও আশকারুল সিডিআই ৮০সিসি মোটরসাইকেল নিয়ে গাংনীর দিকে যাচ্ছিলো অপরদিক থেকে হৃদয় পালসার ১৫০সিসি গাড়ি নিয়ে বিপরিত দিক থেকে আসছিলো। এসময় তারা কালীগাংনীর কলনি পাড়ায় পৌছালে উভযের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মটোরসাইকেলে থাকা তিন জন ছিটকে রাস্তায় পরে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক আহত এমদাদুল হক হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও আশকারুলকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর থানার ওসি রফিকুল ইসলাম।

 

আপনার মতামত লিখুন :