মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক আহত
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিলন রেজা নামের এক যুবক আহত । তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে। শিলন রেজা সদর উপজেলার শোলমারী গ্রামের আজগর আলীর ছেলে।
সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে শিলন রেজা মাঠে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শোলমারী নসিমন স্ট্যান্ডের কাছে বিপরীতগামী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় শিলন রেজা আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।