মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত-১
মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুনাইদ (১৭) নামের এক কিশোর মারাত্মক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। আহত জুনাইদ সদর উপজেলার রাজনগর গ্রামের জহুর আলীর ছেলে। জানা গেছে দুপুরের দিকে জুনায়েদ মোটরসাইকেলযোগে রাজনগর থেকে আমঝুপি আসার পথে দিনদত্ত ব্রিজ নামক স্থানে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত জুনাইদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।