মেহেরপুরে মেডিসিটি সার্ভিসের শুভ উদ্বোধন
দেশে ও বিদেশে চিকিৎসা ক্ষেত্রে সকল সেবা এক স্থানে এয় প্রত্যয় নিয়ে মেহেরপুরে মেডিসিটি সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে
আজ শনিবার সকাল দশটায় মেহেরপুর শিল্পকলা একাডেমি হলরুমে দেশি ও বিদেশি ডাক্তারের অ্যাপেন্টমেন্ট , টেলিমেডিসিন সেবা , হোম হেলথ কেয়ার, অনলাইন মেডিসিন , ডাক্তার দেখানোর জন্য বিদেশি ভিসা , যাতায়াত ব্যাবস্থা, হোটেল বুকিং , গাইড সার্ভিস , রোগিকে পরামর্শ সহ সকল প্রকার সেবা প্রদানের উদ্দেশে মেডিসিটি সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে।
মোঃ রুবেল হোসেনের সভাপত্বিতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন , প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ক্যান্সার ফাইটার রানা ভট্টচার্য , বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব্য রাখেন আলহাজ আসকার আলী , অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিশান সাবের ।
অনুষ্ঠানে বক্তারা বলেন মেডিসিটি সার্ভিসের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে চিকিৎসা সেবা ডিজিটালাইজট হলো । আগামিতে মেডিসিটি অ্যাপ চালু হবে ।অনেক বিদেশি ডাক্তার বাংলাদেশে সেবা প্রদান করবে , তাদের অ্যাপেন্টমেন্ট নিতে অনেক সুবিধা হবে । আবার বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনেক বিড়ম্বনা থেকে সাধারন মানুষ মুক্তি পাবে ।