মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের মানববন্ধন
সরকারী চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, আবেদনের সময়সীমা ৩৫ বছর, সম্মানী ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি সহ ৭ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কমিটির সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল লায়েস লাভলু, নুরুন্নাহার বানু, মুজিবনগর শাখার সভাপতি শুকুর আলী, আবু আবিদ প্রমূখ
এ সময় বক্তারা বলেন দেশ স্বাধীনে যাদের গুরত্বপূর্ণ ভূমিকা ছিলো তারা আজ বড়ই অবহেলিত। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য থেকে জৈষ্ঠতার ভিত্তিতে অন্তঃত একজনকে ভোটাধিকার প্রয়োগের সুযো দিতে হবে। জাতীয় সংসদে কমপক্ষে তাদের ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনীর নামে ভাতা চালুরও দাবি জানান তারা।
মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধারা অংশ নেয়।