মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মেহেরপুর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মজিবুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান দুর্জয়। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুর নেছা লতা, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা রাহিনুরজামান পলেন, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহফিজুর রহমান রন্টু প্রমূখ।
জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগে যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ লিটিল, হাহাবুব জামান সোহাগ ও ইউপি সদস্য সোহেল রানা , সুজন, মনির, রহিম, সুমন সহ দলীয় নেতা কর্মীরা।