মেহেরপুরে মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরিজীবীদের সৌজন্যে ও মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল), বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় গ্রামের ১’শ জন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, সেমাই, দুধসহ অন্যান্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে মানবিক সেবা সংস্থা’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নয়ন, বিশাল মিয়া, শাকিল আহমেদ, সাহেদ, জামাল, আতিক ও মিলনসহ উপকারভোগীরা।