মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড
মাদক সেবনের অভিযোগে সাগর খাঁন নামের এক যুবককে ২ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাগর খাঁন বামন পাড়া গ্রামের জাহির খাঁনের ছেলে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃতে একটি দল অভিযান চালিয়ে সাগর খাঁনকে মাদক সেবনের সময়আটক করেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন জানান, সাগর খাঁন দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(খ) ধারায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়েছে।