মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:19 PM, 16 August 2021

মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী হুমায়ুন মিয়া(২৮)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুনের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান,গত শনিবার(১৪আগস্ট) রাত ১০টার মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ড এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে জেলা ডিবি পুলিশ।এ সময় ডিবি পুলিশের  উপস্থিতি টের পেয়ে হুমায়ুন মিয়া পালিয়ে যাই।আজ সোমবার(১৬আগস্ট) মাদক মামলার পলাতক আসামি হুমায়ুন মিয়া মেহেরপুর হোটেল বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান, এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হুমায়ন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন মিয়ার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ২০০৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।যার মামলা নং-২৫,তাং-১৫-০৮-২১

আপনার মতামত লিখুন :