মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামি আটক
মেহেরপুরের মুজিবনগর থেকে মাদক মামলার আসামি মোঃ দুলাল হোসেন ওরফে ধুলো(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত ধুলো মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পূর্ব পাড়ার মৃত হোসেন মল্লিকের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গত শুক্রবার(৮ই জানুয়ারি) মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫২বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ডিবির অভিযান টের পেয়ে ধুলো পালিয়ে যায়।
আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম উদ্দিন ও এএসআই আহসান হাবীব নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস পূর্বপাড়া থেকে তাকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে আরও তিনটি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ফেনসিডিলসহ ধুলো নামে মুজিব নগর থানায় ঐদিন(৮ই জানুয়ারি) তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা ডিবি পুলিশ যার মামলা নম্বর-৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ এর এজাহারনামা পলাতক।