মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:31 PM, 21 September 2021

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চালিয়ে মিনারুল ইসলাম(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত মিনারুল ইসলাম সদর উপজেলা বুড়িপোতা গ্রামের জমশের আলীর ছেলে।

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান,মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু- আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫’শ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিনারুল ইসলামকে আটক করি। আটককৃত মিনারুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :