মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক বৃদ্ধ আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ আবু সেলিম নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে।বিজ্ঞাপনঃ
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রাম থেকে আবু সেলিম কে গ্রেফতার করা হয়। আবু সেলিম একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক খায়রুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইচাখালী গ্রামে আবু সালেমের বাড়ি অভিযান চালায়। এ সময় আবু সেলিম কে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।