মেহেরপুরে মাটি কাটতে গিয়ে মিললো কামানের অবিস্ফোরিত গোলা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:45 PM, 25 August 2024

মেহেরপুর ভৈরব নদে মাটি খনন করতে গিয়ে পাওয়া গেল মুক্তি যুদ্ধকালীন সময়ের ব্যবহৃত কামানের অবিস্ফোরিত গোলা। আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে ভৈরব নদে থেকে গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদে খননের কাজ চলছে। সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদীর মাটি অপসারণ এর সময় কামানের অবিস্ফোরিত গোলা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এলাকাবাসীদের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর নির্বিঘ্নে গুলি ও কামানের গোলা বিস্ফোরণ করেছিল।

মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম জানান,মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছি। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :