মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামে ছাত্রলীগের উদ্যোগে কোদাইলকাটি পশ্চিমপাড়া সূর্য সেনা সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্য সেনা সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, গাংনী পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, সঞ্চালনায় ছিলেন সূর্য সেনা সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আশিফুজ্জামান ইমন, সহ-সভাপতি আরাফাত ইসলাম কানন,কুমারীডাঙ্গা পুলিশ ফার্ড়ির ইর্নচার্জ আব্দুল আলীম প্রমূখ।