মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:02 PM, 14 December 2022

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেহেরপুর শহরের বড়বাজার এলাকার মেয়াদোত্তীর্ণ মালামাল, অবৈধ বিদেশী মালামাল,মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ৩ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমান।বুধবার(১৪ ডিসেম্বর) দুপুরের দিকে এই অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের কাথুলী বাস স্ট্যান্ড এলাকায় সোনিয়া স্টোরে অভিযান চালিয়ে সেখানে মেয়াদোত্তীর্ণ মালামাল, অবৈধ বিদেশী মালামাল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এর আগে একই এলাকার ঈশান ইমন ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঔষধের স্যাম্পল পাওয়াই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ঈশান ইমন ফার্মেসীর মালিক বাবর আলীকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।

অপরদিকে একই এলাকার খান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারাই ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান সহযোগিতায় করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :