মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার(৭ ডিসেম্বর) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স রাফিক স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স রফিজা ট্রেডার্স এর সার-কীটনাশকের দোকানে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না থাকায় ৩৪ ও ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।