মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকসহ ৩ জনকে জরিমানা
মেহেরপুরে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি ইটভাটাসহ তিন জনের কাছ থেকে ১ লাখ, ২হাজার টাকা জরিমানা আদায় করে।
আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টা দুপুর ১ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব-১২ (গাংনী) ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মেহেরপুর সদর উপজেলার টেংরামারী এলাকায় এমআরএইচ ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় ইটভাটার কোন অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯) এর অপরাধে ইট ভাটা মালিক মোঃ রুহুল আমিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অপর দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মহাসড়কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনের শব্দ দূষণ বিধিমালা ২০০৬ ভঙ্গের অপরাধে মোঃ হান্নানকে ৫০০ টাকা, মোঃ ইমন হোসেনকে ১হাজার টাকা এবং মোঃ মশিউর রহমানকে ৫০০ টাকা অর্থ দন্ড করা হয়।