মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে চারটি দোকানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাচাবাজার, সবজি, চাউল, মুদিখানা, মাছ-মাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় বড়বাজারে মেসার্স সোবহান সবজি ভান্ডারে পণ্যের খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা, একই অপরাধ ও ধারায় মেসার্স জব্বার সবজি ভান্ডারের মালিক জব্বার আলীকে ১ হাজার টাকা, মেসার্স মিন্টু সবজি ভান্ডারের মালিক আসাদুজ্জামান মিন্টুকে ২ হাজার টাকা, মুদিদোকান মেসার্স রবিউল স্টোরের মালিক রবিউল ইসলামকে ২ হাজার টাকাসহ অভিযানে মোট ০৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।