মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:31 PM, 18 October 2023

মেহেরপুরের দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে মেহেরপুর শহরে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, শহরের
মুখার্জি পাড়ায় শফি অয়েল মিলের স্বত্বাধিকার ওমর আলী অস্বাস্থ্যকর ভাবে তেল উৎপাদন ও লাইসেন্স ব্যতীত তেলের মিল চালানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরের থানাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানে রেখে দেওয়াই মেডিসিন কর্নারে স্বত্বাধিকার হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সেনেটারী ইন্সপেক্টর ও ফুড ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :