মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানের দু’টি হোটেলে জরিমানা
মেহেরপুরে দু’টি জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার(১৭-আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় ইয়ারুল হোটেল ও ইসলামিয়া হোটেলে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, হোটেলের পরিবেশ ঠিক না থাকাই ইয়ারন হোটেলকে ১৫ হাজার টাকা ও ইসলামিয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।