মেহেরপুরে ভুয়া ডিবি পুলিশ আটক
মেহেরপুরে ডিবি পরিচয় দোকান মালিকের কাছ থেকে টাকা আদায় করায় জুবায়ের হোসেন নামের এক ডিবি পরিচয়ধারী প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ।আজ শনিবার সন্ধ্যার দিকে তাকে সদর উপজেলার বেড়পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত দিবি পরিচয়কারী সেই প্রতারক কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
জানা গেছে লকডাউন চলাকালীন দোকান খুলে রাখায় ভয় দেখিয়ে প্রতারক জুবায়ের হোসেন মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার সুজন নামের এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে পর্যায়ক্রমে একদিন নগদ অর্থ এবং আর একদিন সিগারেট আদায় করে।
শনিবার সন্ধ্যায় আবারও সে ওই দোকান মালিকের কাছে গিয়ে লকডাউনের মধ্যে দোকান খোলায় তাকে ভয়-ভীতি প্রদর্শন করে এবং সিগারেট নেই । এসময় দোকান মালিক সুজনের সন্দেহ হলে তাকে আটকে রেখে মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে।